যৌ’ন সম্পর্ক। শব্দটার অর্থ শুধুই দুটো শরীরের সম্পর্ক নয়। এই সম্পর্কে মনেরও একটা ভূমিকা থাকে। আর এই যৌ’ন সম্পর্কে যখন শরীরের সঙ্গে জূড়ে যায় মন তখনই সেটা হয় ‘লাভ মেকিং’। পছন্দের মানুষটির সঙ্গে এই ‘লাভ মেকিং’কে আরও কিছুটা সুন্দর করতে জেনে নিন কিছু টিপস। বিছানায় করুন কিছু পরীক্ষা নিরিক্ষা। লাভ মেকিংয়ের ৫টি টিপস…
১. আওয়াজ করা
যৌ’ন সম্পর্কের একটা গুরুত্বপূর্ণ অংশ হল আওয়াজ। কিন্তু বেশিরভাগ মানুষই এই আওয়াজ বাইরে আসতে দিতে চান না। অনেকে ভাবেন এতে তাঁর পার্টনার কী ভাববেন। অনেকের মনে হয় হয়ত বাইরের লোক শুনতে পাচ্ছে। কিন্তু এসব না ভেবে আওয়াজ বাইরে আসতে দিন। এতে যৌ’ন সম্পর্ক অনেক স্বতঃস্ফূর্ত হয়।
২. নতুন এক্সপেরিমেন্ট
যৌ’ন সম্পর্ক নিয়ে নানা লোকের নানারকম কল্পনা থাকে। কিন্তু বিছানায় আর সবসময় সে ইচ্ছার কথা পার্টনারকে জানানো হয়ে ওঠে না। সঙ্গীর সঙ্গে শেয়ার করুন আপনার ইচ্ছা। মাঝে মাঝেই করুন ‘ট্রাই’ করুন নতুন নতুন পোজ। এইসব রোমাঞ্চ যৌ’ন জীবনকে করবে আরও ‘স্পাইসি’।
৩. কথা বলা
যৌ’ন মিলনের সময় চুপচাপ না থেকে সঙ্গীর সঙ্গে কথা বলুন। জোড় করে শুধু বলার জন্য বলা নয়। না বলা ইচ্ছার কথা অথবা গালমন্দ। সেই মূহুর্তে যা কিছু মনে আসে তা মনের ভেতর জমিয়ে না রেখে বলে ফেলুন।
৪. নাম ধরে ডাকা
একজন মানুষ তাঁর পার্টনারকে সবসময়ই নাম ধরে ডাকে। কিন্তু বিছানায় সেই ডাকটা একটু পাল্টে ফেলুন। মিলনের সময় সঙ্গীর কাছ থেকে ক্রমাগত প্যাশনটলি নিজের নাম শুনলে তাতে শুধু উত্তেজনাই বাড়ে না, আরও বেশি করে দু’জন দু’জনের মধ্যে ডুবে যেতে পারেন।
৫. দিস ইজ পারফেক্ট
দু’জন মানুষ যখন ‘লাভ মেকিং’ করেন তখন তার সঙ্গে দু’জনেরই পছন্দ অপছন্দ জড়িয়ে থাকে। দু’জনেরই উচিত একে অপরের পছন্দকে গুরুত্ব দেওয়া এবং জানানো পার্টনারের কোন জিনিসটা বেশি উপভোগ করছেন। প্রয়োজনে তাঁকে সাজেস্ট করুন ‘দিস ইজ পারফেক্ট’।