শাকিবের জন্য আবার পিছিয়ে গেলেন অপু। তবে এবার পেছালো অপুর ছবি মুক্তির তারিখ। শাকিব খানের ‘শাহেনশাহ’ ছবিটি মুক্তির জন্য অপু বিশ্বাস অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ সিনেমার মুক্তি পিছিয়ে দেয়া হয়েছে।
শাকিবের ছবিটি যদি ৬ মার্চে মুক্তি পায় তাহলে অপুর ছবিটি আগামী ২০ তারিখ মুক্তি পাবে।
‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’র নির্মাতা দেবাশীষ বিশ্বাস জানান, শাকিব খান বাংলাদেশের বর্তমান সুপারস্টার। তার ছবি মুক্তি পেলে হলে দর্শক ছবি দেখতে যায়। আর ছবিটি মুক্তি পেলেই তার ছবিটি দুই সপ্তাহ হল মালিকরা চালান। তাই আমি ছবিটি মুক্তি এক সপ্তাহ পিছিয়ে দিয়েছি।
তাই যদি ৬ তারিখে না ছবিটি মুক্তি না পায় তাহলে ১৩ তারিখে অপু ও বাপ্পী অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবিটি মুক্তি পাবে।
চেঞ্জিং রুমের খারাপ অভিজ্ঞতা জানালেন মেহজাবিন
কখনো শপিং করতে গেলে বা শুটিংয়ের জন্য হলেও কোনো চেঞ্জিং রুমে ড্রেস চেঞ্জ করতে ইচ্ছুক নন সময়ের সেরা অভিনেত্রীদের অন্যতম মেহজাবিন চৌধুরী। প্রয়োজনে নিজের গাড়িতে ড্রেস চেঞ্জ করেন তিনি। সেই ভাবনাই এবার নাটকে তুলে এনেছেন মেহজাবিন।
প্রথমবারের মত নাটকের গল্প লিখেছেন মেহজাবিন। গল্প লেখার পাশাপাশি চিত্রনাট্যও করেছেন তিনি। নাটকটির নাম ‘থার্ড আই’। এটি পরিচালনা করেছেন শ্রাবণী ফেরদৌস।
নাটকের গল্প প্রসঙ্গে মেহজাবিন বলেন, ‘আর এই গল্প ভাবনাটা আমার মাথায় এসেছে আরো কয়েক বছর আগেই। একজন নারী হিসেবে আমি সবসময় সচেতন থাকি। বিভিন্ন সময় আমরা যখন শপিং করতে যাই, তখন নানা রকম বাজে অভিজ্ঞতা হয়।’
নাট্য নির্মাতা শ্রাবণী ফেরদৌস বলেন, নারীরা যেন কোথাও নিরাপদ না। হোক সেটা রাস্তায় কিংবা শপিংমলে। শপিং মলে নারীদের পোশাক চেইঞ্জ করাটাও এখন খুব ঝুঁকিপূর্ণ। এমনই বিষয় নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘থার্ড আই’।’
নাটকের গল্প লেখার পাশাপাশি এতে মূল চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন নিজেই। নাটকটিতে তাকে দেখা যাবে একজন নারী বিক্রয়কর্মীর চরিত্রে। গেলো ২৬ ও ২৭ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরা ও বনানীতে নাটকটির শুটিং শেষ হয়েছে।
নারী দিবস উপলক্ষে নির্মিত এ নাটকে মেহজাবিন ছাড়াও আরো অভিনয় করেছেন মনির খান শিমুল, আবির মির্জা প্রমুখ। ৮ মার্চ নাটকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচারিত হবে।